শুক্রবার ০৩ মে ২০২৪, বৈশাখ ২০ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তিন মাসে ওমরাকারী ৫০ লাখের কেউ করোনায় আক্রান্ত হননি

 প্রকাশিত: ০৯:২৯, ২৭ ডিসেম্বর ২০২০

তিন মাসে ওমরাকারী ৫০ লাখের কেউ করোনায় আক্রান্ত হননি

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অক্টোবর থেকে ওমরার জন্য খুলে দেয়া হয় মসজিদুল হারাম। পুনরায় চালুর পর থেকে এখন পর্যন্ত ৫০ লক্ষ মানুষ ওমরা এবং মসজিদ আল-হারামে নামাজ আদায় করেছেন। এই ৫০ লক্ষ মানুষের মধ্যে এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।
 

গত বুধবার জেদ্দায় মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল-ফয়সলের সাথে বৈঠকের পর এক বিবৃতিতে এ কথা জানান সৌদী আরবের হজ এবং উমরা বিষয়ক মন্ত্রী ড. মুহাম্মাদ সালেহ বেন্তেন।

বিবৃতিতে তিনি বলেন, অক্টোবর থেকে পুনরায় চালুর পর থেকে নিয়ে এ পর্যন্ত ৫০ লক্ষ মানুষ উমরা এবং মসজিদ আল-হারামে নামাজে অংশ নিয়েছেন। তবে আল্লাহ তায়ালার রহমতে এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে গত মার্চ মাসে ওমরা ও মসজিদুল হারামে নামাজ স্থগিত করেন সৌদি কর্তৃপক্ষ। এরপর ২২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে চার ধাপে ওমরা পালনের জন্য খুলে দেওয়া হয় মসজিদুল হারাম।

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: