শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৬ মে’র পর লকডাউনের সময়সীমা আরো সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ

 প্রকাশিত: ২১:৪১, ১৩ মে ২০২১

১৬ মে’র পর লকডাউনের সময়সীমা আরো সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ

আগামী ১৬ মে’র পর লকডাউনের সময়সীমা আরো সাতদিন বাড়াতে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

ফরহাদ হোসেন বলেন, সাধারণত ঈদের ৮ থেকে ১০দিন পর মানুষজন রাজধানীতে আসেন। আপাতত ঈদের পর চলমান বিধিনিষেধ মেনে চলার মেয়াদ আরো সাতদিন বাড়ানো হবে। মাস্ক পরাটা নিশ্চিত করতে সংক্রামক রোগ আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিধান রয়েছে। কিন্তু জনবলের স্বল্পতায় একটি এলাকায় সর্বোচ্চ ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব। এতে পরিপূর্ণভাবে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা কঠিন। এজন্য জনসাধারণকে মাস্ক পরতে বাধ্য করতে পুলিশকে বিচারিক ক্ষমতা (ম্যাজিস্ট্রেসি পাওয়ার) দেয়ার কথাও ভাবা হচ্ছে।

তিনি আরো বলেন, ঘরমুখো ও মার্কেটে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। এতে করোনার সংক্রমণ বাড়ার শঙ্কা রয়েছে। তাই আবশ্যিকভাবে শতভাগ জনগোষ্ঠীকে মাস্ক পরানোর বিকল্প নেই।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: