শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

স্বাস্থ্যবিধি মেনে অসমাপ্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চবির

 প্রকাশিত: ২১:৪৯, ১৫ নভেম্বর ২০২০

স্বাস্থ্যবিধি মেনে অসমাপ্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্তৃপক্ষ শীঘ্রই স্বাস্থ্যবিধি মেনে  বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষাসমূহ গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তবে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষায় অংশ নিবেন ।

আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, “করোনার কারণে আটকে থাকা পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। বিভাগীয় সভাপতিরা আলোচনা করে সুবিধামতো সময়ে পরীক্ষার রুটিন দিবেন। আর যেসকল বিভাগের পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছিল কিন্তু করোনার কারণে পরীক্ষা হয়নি, সেসকল বিভাগের পরীক্ষা ক্রমান্বয়ে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।”

এ নিয়ে গত এক মাসে একাধিকবার মানববন্ধন এবং উপাচার্য, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর স্মারকলিপি দিয়েছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অবশেষে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা তবে তাদের দাবি এ সিদ্ধান্ত যাতে শীঘ্রই বাস্তবায়িত হয়। এ ব্যাপারে আইন বিভাগের শিক্ষার্থী ফোরকানুল আলম আজাদীকে বলেন, “এ সময়ে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। তবে সিদ্ধান্ত যাতে শুধু খাতা-কলমে সীমাবদ্ধ না থাকে। শীঘ্রই যাতে এ সিদ্ধান্ত মোতাবেক কাজ হয় সেই আশা করছি। এ কাজে শিক্ষকদের সর্বোচ্চ সহযোগিতা আশা করছি।”

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: