শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সেহরির সময় অভিযানে গিয়ে ইসরায়েলি সেনা নিহত

 প্রকাশিত: ১৩:১৮, ১৩ মে ২০২০

সেহরির সময় অভিযানে গিয়ে ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান চালানোর সময় সৃষ্ট সংঘর্ষে মারা গেছে ইহুদিবাদী ইসরায়েলের এক সেনা। পশ্চিম তীরের জেনিন শহরের কাছে আটক অভিযান চালানোর সময় ফিলিস্তিনিরা পাথর ছুঁড়লে ওই সেনার মাথায় লাগে এবং সে মারা যায়। মঙ্গলবার সকালে জেনিন শহরের আব্দ এলাকায় অভিযান চালানোর সময় একটি ভবনের ছাদ থেকে ফিলিস্তিনিরা অমিত বেন ইয়াগাল নামে ২১ বছর বয়সী এক সোনার মাথায় পাথর মারে এবং সে মারা যায়।

ইহুদিবাদী ইসরায়েলি সেনারা এক বিবৃতিতে জানিয়েছে, একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে সেনাবাহিনী চার ফিলিস্তিনিকে আটক করার অভিযান চালাতে যায় ওই শহরে। চার ফিলিস্তিনি এর আগে ইসরায়েলি সেনাদের ওপর পাথর ছুঁড়েছিল বলে দাবি করছে ইহুদিবাদী সেনারা।পাথরের আঘাত লাগার পর হেলিকপ্টারে করে ইসরায়েলের একটি হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তাকে অমিত বে ইয়াগালাকে মৃত ঘোষণা করা হয়।

জেনিন শহরের আব্দ এলাকার এক ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলের দৈনিক হারেৎজ পত্রিকাকে জানান, সেহরির সময় ইসরায়েলি সেনারা ওই এলাকায় পৌঁছায় এবং সেহরির কারণে বহু ফিলিস্তিনি জেগে ছিলেন। এসময় সংঘর্ষ শুরু হয় এবং ইসরায়েলের এক সেনা নিহত হয়। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: