শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সিরিয়ার গোলান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব পাস

 প্রকাশিত: ১৭:৪৪, ৩ ডিসেম্বর ২০২১

সিরিয়ার গোলান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব পাস

সিরিয়ার গোলান মালভূমি থেকে ইসরায়েলের সব সেনাকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ দাবি জানিয়েছে। গত বুধবার পরিষদে এ দাবির পক্ষে একটি প্রস্তাব পাস করা হয়।

একইসঙ্গে গোলান মালভূমির পর ইহুদিবাদী ইসরায়েল যে নিজের মালিকানা দাবি করছে তাকে বাতিল বলে ঘোষণা করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

'সিরীয় গোলান' শীর্ষক ওই প্রস্তাব রেকর্ডসংখ্যক ভোটে পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৯৪টি বিপক্ষে মাত্র আট ভোট পড়েছে এবং ভোট দেয়া থেকে বিরত ছিল ৬৯টি দেশ।

প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন, কানাডা,  অস্ট্রেলিয়া, পালাউ, মার্শাল আইল্যান্ড  এবং মাইক্রোনেশিয়া।

প্রস্তাবে বলা হয়েছে, ১৯৬৭ সালের ৪ জুনের আগের সীমানা মেনে নিয়ে ইসরায়েলকে গোলান মালভূমি থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং শিগগিরই শান্তি আলোচনায় বসতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: