শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে সিনোভ্যাক টিকার ব্যাপক চাহিদা

 প্রকাশিত: ০৮:০২, ২১ জুন ২০২১

সিঙ্গাপুরে সিনোভ্যাক টিকার ব্যাপক চাহিদা

গতকাল থেকে সিঙ্গাপুরের বাজারে আগত চীনের তৈরি সিনোভ্যাক ভ্যাকসিনের ব্যাপক চাহিদা সৃৃষ্টি হয়েছে দেশটিতে। ৫৭ লাখ বাসিন্দার দেশ সিঙ্গাপুর এখন পর্যন্ত তার জনসংখ্যার প্রায় অর্ধেককে টিকা দেওয়ার জন্য ফাইজার এবং মোডার্নার ভ্যাকসিন ব্যবহার করে আসছে। এই দু’টি ভ্যাকসিন লক্ষণীয় করোনা সংক্রমণের বিরুদ্ধে ৯০ শতাংশ বেশি কার্যকর বলে প্রমাণিত হওয়া সত্ত্বেও দেশটির নাগরিকরা ৫১ শতাংশ কার্যকারিতা সম্পন্ন্ সিনোভ্যাককেই বেছে নিচ্ছেন।

সিঙ্গাপুরে চীনা ভ্যাকসিনটি আসার প্রথম দিন থেকেই এটি উপলব্ধ করার জন্য মানুষের মধ্যে বেশ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কারণ দেশটিতে অবস্থানকারী বেশিরভাগ চীনা নাগরিক বিশ্বাস করেন যে, চীনের তৈরির ভ্যাকসিনটি কোয়ারেন্টিনের প্রয়োজনীয়তা ছাড়াই সেখানে ফিরে যাওয়া আরও সহজ করে তুলবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: