শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোশ্যাল মিডিয়ায় সরকারবিরোধী পোস্ট করতে পারবে না শিক্ষার্থীরা

 প্রকাশিত: ০৯:৩৯, ৯ অক্টোবর ২০২০

সোশ্যাল মিডিয়ায় সরকারবিরোধী পোস্ট করতে পারবে না শিক্ষার্থীরা

সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় সোশ্যাল মিডিয়ায় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড করতে পারবে না কলেজের ছাত্র-শিক্ষকরা। এমনিভাবে এজাতীয় পোস্টে কমেন্ট, লাইক বা শেয়ারও করা যাবে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  থেকে কলেজের ছাত্র-শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনায় একথা বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ ও পেজের অ্যাডমিনদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পোস্ট অনুমোদন করার সময় সরকারি নীতিমালা পরিপন্থী, স্ব স্ব প্রতিষ্ঠান, দপ্তর ও সংস্থার বিপক্ষে অবস্থানকারী কোনো পোস্ট অনুমোদন করবেন না। অন্যথায় পোস্টদাতা ও অ্যাডমিন উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এসব ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দৃষ্টি রাখতে অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বুধবার শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কতার সঙ্গে ব্যবহারের জন্য এসব নির্দেশনা দেওয়া হয়। দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষদের এই নির্দেশনা পাঠানো হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: