শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মুম্বাই শহরে বন্যার আশঙ্কা

 প্রকাশিত: ১৮:২৮, ৬ আগস্ট ২০২০

মুম্বাই শহরে বন্যার আশঙ্কা

করোনা পরিস্থিতির মধ্যে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই। গত কয়েকদিন থেকে তুমুল বৃষ্টি হচ্ছে শহরটিতে। পানিবন্দি বাণিজ্যনগরীর একাধিক এলাকা। এরইমধ্যে বৃষ্টির সঙ্গে বুধবার বিকেল থেকে যোগ হয়েছে ঝড়ো হাওয়া।

বুধবার সন্ধ্যায় সর্বোচ্চ ১০৭ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে শহরের ওপর দিয়ে। শহরের প্রধান দু'টি লেকের পানি উপচে পড়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষকে উদ্ধারে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে। সব মিলিয়ে শহরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

আপাতত মুম্বাইয়ের এই বিপদ কাটার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবারও নগরীর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। বেশ কয়েকটি এলাকায় অস্থায়ী ত্রাণ শিবিরও খোলা হয়েছে।

পানি জমে বিভিন্ন রাস্তা বন্ধ হওয়ার পাশাপাশি গাছ পড়েও রাস্তা বন্ধ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বের হওয়ার আবেদন করেছে রাজ্য সরকার।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: