শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড়বে না ভাড়া, অর্ধেক আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন

 প্রকাশিত: ১৮:২৩, ৩১ আগস্ট ২০২০

বাড়বে  না ভাড়া, অর্ধেক আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন

বাসে বাড়তি ভাড়া বন্ধ করে আগের নিয়মে সব সিটে যাত্রী নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্ধেক আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন, এক্ষেত্রে ভাড়াও বাড়ানো হবে না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
 
সোমবার রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন রেলভবনে লাগেজ ভ্যান সংগ্রহে চীনের কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘সমস্ত রেল আমরা পর্যায়ক্রমে চালানোর সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাস সংক্রমণ এখন উপরের দিকে যাবে না নিচের দিকে নামবে তা এখনও আমার নিশ্চিত নই। বাস আসন পূর্ণ করে আগের ভাড়ায় চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা তেমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।’ এখন পর্যন্ত  রেলের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালাতে এবং পণ্য পরিবহনে রেলের আয় বাড়াতে বলেছেন।’

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: