শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুজিববর্ষেই সারাদেশের পাড়া-মহল্লায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে যাবে

 প্রকাশিত: ১৫:১৭, ১৯ ডিসেম্বর ২০২০

মুজিববর্ষেই সারাদেশের পাড়া-মহল্লায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে যাবে

মুজিববর্ষের মধ্যেই সারা বাংলাদেশের পাড়া ও মহল্লায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে যাবে বলে আশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা ব্যক্ত করেন। 

সেতুমন্ত্রী বলেন, মুজিববর্ষের মধ্যেই সারা বাংলাদেশের পাড়া ও মহল্লায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে যাবে এবং গোটা বাংলাদেশ বিদ্যুতের আলোয় আলোকিত হবে।

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ দুরভিসন্ধি উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই ভোটে বিএনপি অংশ নেয়। এর মাধ্যমে বিএনপি প্রকারান্তরে নিজেদের পায়ে কুড়াল মারছে। 

তিনি আরো বলেন, যখন মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ করা হয় তখন বিএনপি প্রকাশ্যে একটি বাক্য বলারও সাহস দেখাতে পারে না। অথচ তাদের দলে নাকি বীর মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। এমন অপরাজনীতির জন্যই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

সমালোচনায় আওয়ামী লীগ ভয় পায় না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথ আরো মজবুত করতে শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দল চায় সরকার। কিন্তু রাজনীতিতে বিএনপির ভয়াবহ দুর্দিন চলছে। তাদের রাজনৈতিক মনস্তত্ত্ব এখন দুর্দশাগ্রস্ত। 

এ সময় হাতের তালু দিয়ে আকাশ ঢাকার অপচেষ্টা না করে বাস্তবতা মেনে ও দেশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে বিএনপি নেতাদের পরামর্শ দেন ওবায়দুল কাদের। 

সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ ও অর্থনীতি করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। অর্জন করেছে ঈর্ষণীয় প্রবৃদ্ধি। গ্রাম হতে শহরের প্রতিটি সেক্টরে সরকারের উন্নয়ন দৃশ্যমান।

মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমাজ উদ্দিন প্রামাণিক এমপি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: