শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কানাডায় আগুনে পুড়ে ছাই আরো দুই গির্জা

 প্রকাশিত: ১৪:৩১, ২৭ জুন ২০২১

কানাডায়  আগুনে পুড়ে ছাই  আরো দুই গির্জা

কানাডার পশ্চিমাঞ্চলে দুটি গির্জা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সময় গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কানাডার সরকারি কর্মকর্তারা বলছেন, দুই গির্জার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করছেন কর্মকর্তারা। আজ রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার আরো দুই গির্জায় আগুন লেগেছিল। গতকালের ঘটনাসহ এক সপ্তাহের ব্যবধানে চারটি গির্জা পুড়ে ছাই হয়ে গেল। বিষয়টি সত্যিই প্রশ্ন জাগানিয়া। কানাডার আদিবাসী অধিকারবিষয়ক সংস্থা দ্য ফেডারেশন অব সোভারিজিন ইন্ডিজেনাস নেশনস জানিয়েছে, সাসকাচুয়ান রাজ্যের ম্যারিভাল ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুল সংলগ্ন এলাকায় গণকবরগুলোর সন্ধান পাওয়া গেছে।

 কতসংখ্যক গণকবর সেখানে রয়েছে- সে ব্যাপারে কোনো তথ্য অবশ্য জানা যায়নি। তবে বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘কানাডার ইতিহাসে এর আগে এত উল্লেখযোগ্য পরিমাণে গণকবরের সন্ধান পাওয়া যায়নি।’ এদিকে খ্রিস্টান যাজক পোপ ফ্রান্সিসকে কানাডায় আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: