শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শিক্ষার্থীদের জন্য প্রস্তুত শিক্ষাপ্রতিষ্ঠান

 প্রকাশিত: ১০:১৮, ১০ সেপ্টেম্বর ২০২১

শিক্ষার্থীদের জন্য প্রস্তুত শিক্ষাপ্রতিষ্ঠান

করোনাভাইরাস মহামারীর ভয়াল আগ্রাসনে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১২ সেপ্টেম্বর খুলছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এজন্য বৃহস্পতিবারের মধ্যে সকল স্কুল—কলেজ—মাদরাসাকে পাঠদান উপযোগী করার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা মেনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই শেষ করা হয়েছে ধোয়া—মোছা ও পরিষ্কার—পরিচ্ছন্নতার কাজ। খোঁজ নিয়ে জানা যায়, প্রাথমিকের অনেক প্রতিষ্ঠানই নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি প্রস্তুতি। এদিকে শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করেছে কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান। তবে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যার কারণে এবং নদী ভাঙনে তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয় ১১ সেপ্টেম্বর পর্যন্ত। যদিও এর মধ্যে কয়েকবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির কথা বলা হলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। সবশেষ গত ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, খুব তাড়াতাড়ি স্কুল—কলেজ খুলে দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: