শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশের কয়েকটি বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

 প্রকাশিত: ১১:১৫, ৭ জুন ২০২১

দেশের কয়েকটি বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

মৌসুমি বায়ু এখন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। ফলে সোমবার (০৭ জুন) চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। রোববারও দেশের বিভিন্ন স্থানে দিনভর বৃষ্টি হয়েছিল। 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশে ৮৯ মিমি বা তার চেয়ে বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের পূর্বাঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু। শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। এখন দক্ষিণ-পশ্চিমের দিকে বেশি বৃষ্টি হচ্ছে। এটি আরও এগিয়ে আসবে। আগামী কয়েক দিন আকাশে ভারি মেঘ থাকবে। ফলে অনেক এলাকায় ভারি বৃষ্টি হতে পারে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: