বুধবার ০৮ মে ২০২৪, বৈশাখ ২৫ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের `এ` ইউনিটের ফল প্রকাশ

 প্রকাশিত: ১২:৫৮, ১১ অক্টোবর ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের `এ` ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবে।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের অধীনে কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে চূড়ান্ত আবেদন করেছিলো ৪৩ হাজার ৫৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৬ হাজার ৪১৮ শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে মোট আসন রয়েছে ২০১৯টি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: