শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজনীতি থেকে অবসর নেওয়ার চিন্তা করছেন ড. কামাল

 প্রকাশিত: ১৮:৩৪, ২৭ অক্টোবর ২০২০

রাজনীতি থেকে অবসর নেওয়ার চিন্তা করছেন ড. কামাল

দেশের প্রবীণ আইনজীবী, সংবিধানে ধর্মনিরপেক্ষতার আমদানিকারক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন রাজনীতি থেকে অবসরে যাওয়ার চিন্তাভাবনা করছেন। ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে আলোচনা করেছেন। ড. কামাল হোসেন এই সিদ্ধান্তের বিষয়টি নিয়ে দলের বিদ্রোহ গ্রুপের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সঙ্গেও আলোচনা করেছেন।

গণফোরামের একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট  দলের বিদ্রোহ গ্রুপের নেতারা ড. কামাল হোসেনকে সরাসরি বলেছেন দল থেকে পাকিস্তানপন্থি ড. রেজা কিবরিয়া, শফিক উল্লাহ, সংসদ সদস্য মোকাব্বির খান, অ্যাডভোকেট মহসিন রশিদ ও মোস্তাক আহমেদকে বহিস্কার করে গণফোরামে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। তা হলে দলের সব নেতাকর্মী এক হয়ে আগের মত করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

যে ৪ নেতাকে সরানোর কথা বলা হচ্ছে তার মধ্যে আ অ ম শফিক উল্লাহ ১৯৭৫ সালে ১৫ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লাস করেছিল। অ্যাডভোকেট মহসিন রশিদ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর আইন পরামর্শক ছিলেন। তিনি পর্দার আড়াল থেকে কৌশলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে রক্ষা করতে আইনি সহায়তা দিয়েছেন। আর ড. রেজা কিবরিয়া ও এমপি মোকাব্বির খান পাকিস্তান লবি রক্ষা করে চলেন বলেও জানিয়েছে সূত্রগুলো।

ড. কামাল হোসেন এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এ সর্ম্পকে তিনি নানা সময়ে নানা ধরনের মন্তব্য করলেও বর্তমানে চুপ রয়েছেন। জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যে ড. কামাল হোসেন এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারলে আগামী সপ্তাহে তাকে বহিস্কার করার জন্য শোকজ করবে গণফোরামের মন্টু গ্রুপ।

গণফোরাম থেকে বহিস্কার হবেন এমন আভাস পেয়েও ড. কামাল হোসেন চুপ রয়েছেন। তিনি দেশের রাজনীতি নিয়ে দলের ভেতরে এবং বাইরে কোনো কথায় বলছেন না। এমনকি তার গ্রুপের শীর্ষ নেতারাও চুপচাপ। তারা ড. কামাল হোসেনের রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত বিষয়ে হতাশ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: