শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কাশ্মিরে বিজেপির ভরাডুবি, জনগণ ৩৭০ ধারা ভুলেনি

 প্রকাশিত: ১৮:২৪, ২৪ ডিসেম্বর ২০২০

কাশ্মিরে বিজেপির ভরাডুবি, জনগণ ৩৭০ ধারা ভুলেনি

ভারতের কেন্দ্রশাসিত কাশ্মিরের স্থানীয় সরকার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভরাডুবি হয়েছে।

কাশ্মিরের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচনে ২৮০ আসনের মধ্যে ৭৪ আসন পেয়েছে বিজেপি। বিপরীতে, কাশ্মিরের স্থানীয় রাজনৈতিক নেতাদের জোট দ্য পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন (পিএজিডি) পেয়েছে ১১২ আসন। এই নির্বাচনে ভারতীয় কংগ্রেস পেয়েছে ২৬ আসন। আর স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বীরা পেয়েছেন ৪৯ আসন।

এদিকে জম্মু-কাশ্মীরের স্থানীয় নির্বাচনের ফলাফল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মুখোশ ‘উন্মোচন’ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেতা মেহবুবা মুফতি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’কে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নির্বাচনের ফল প্রমাণ করেছে যে, মানুষ সংবিধানের ৩৭০ ধারা বা কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের কথা ভুলে যায়নি।’

আল-জাজিরা জানিয়েছে, কাশ্মির উপত্যকায় এমনিতেই বিজেপি’র অবস্থান দূর্বল। তারা কেবলমাত্র জম্মু অঞ্চলের হিন্দু অধ্যুষিত জেলাগুলো থেকে জয় পেয়েছে।

এদিকে, নভেম্বরের ২৮ তারিখ থেকে ডিসেম্বরের ১৯ তারিখ পর্যন্ত ২০ জেলার ৬০ লাখ ভোটারের মধ্যে ৫১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

তবে, কয়েকটি কেন্দ্রের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: