শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনাভাইরাসের মধ্যেই সিঙ্গাপুরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

 প্রকাশিত: ২১:২০, ১০ জুলাই ২০২০

করোনাভাইরাসের মধ্যেই সিঙ্গাপুরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

করোনাভাইরাসে বিপর্যস্ত প্রায় পুরো বিশ্ব। এই ভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দায় ভুগছে সিঙ্গাপুর। এই পরিস্থিতির মধ্যেই দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। শুক্রবার করোনার মধ্যেই দেশটির ভোটারদের ভোট দিতে দেখা গেছে। দেশটির প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুং ২৪ জুন নির্বাচনের ডাক দেন। তিনি বলেন, গত পার্লামেন্ট নির্বাচনে পিপলস অ্যাকশন পার্টি ৮৯টি আসনের মধ্যে ৮৩টি আসনে জয়লাভ করে। বর্তমানে করোনার কারণে দেশটির অর্থনীতিকে সচল করতে নতুন করে জয়ের প্রত্যাশা করছেন তিনি।

নির্বাচনী প্রচারণার সময় ৬৮ বছর বয়সী এই প্রধানমন্ত্রী বলেন, আপনাদের জন্য ভালোভাবে কাজ করেছে এমন পার্টিকে আপনারা দয়া করে আশাহত করবেন না।

জানা গেছে, করোনার স্বাস্থ্যবিধি মেনেই ভোটগ্রহণ চলছে সিঙ্গাপুরে। ভোটারদের প্রত্যেকে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়ে ছিলো। কোভিড- ১৯ এ আক্রান্ত রোগী ও যারা কোয়ারেন্টাইনে রয়েছেন তারা ভোট দিতে পারবে না। তবে একটি মোবাইল পোলিং দল ব্যালট বাক্স নিয়ে সিঙ্গাপুরের বিভিন্ন হোটেলগুলোতে যাবে যেখানে সম্প্রতি বিদেশফেরত জনগণ আইসোলেশনে রয়েছেন।

ভোট গ্রহণ শেষ হলে স্থানীয় সময় রাত ৮টায় ব্যালট পেপার গণনা শুরু হবে। শনিবার জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: