শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

যুদ্ধ বিধ্বস্ত দেশ লিবিয়ায় ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ

 প্রকাশিত: ১৯:৪৪, ৩০ আগস্ট ২০২০

যুদ্ধ বিধ্বস্ত দেশ লিবিয়ায় ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ

যুদ্ধ বিধ্বস্ত দেশ লিবিয়ায় ২০১১ সালে সাবেক প্রধানমন্ত্রী মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ১০ হাজারেরও বেশি মানুষ গুম অথবা নিখোঁজ হয়েছেন। রবিবার ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। লিবিয়া ছাড়াও গোটা আফ্রিকা জুড়েই এই গুম ও নিখোঁজের ঘটনা ঘটছে। পরিসংখ্যান অনুযায়ী, আফ্রিকা মহাদেশে এই নিখোঁজের সংখ্যা ৪৪ হাজারেরও বেশি।

লিবিয়ায় চলমান গৃহযুদ্ধের ফলে বহু মানুষ দেশ ছেড়ে পালিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছেন। উত্তাল সাগর হয়ে ইউরোপে যাওয়ার সময় নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন অনেকে।

২০১০ সালে তিউনিশিয়াতে শুরু হওয়া আরব গণজাগরণের ফলে যে কয়েকটি দেশে ক্ষমতার পরিবর্তন ঘটে লিবিয়া তার মধ্যে অন্যতম। ৪২ বছর ধরে প্রতাপের সঙ্গে লিবিয়া শাসন করা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতন হয় ২০১১ সালের অক্টোবরে। লিবিয়ার গণজাগরণের তোড়ে অবসান ঘটে একনায়ক গাদ্দাফির শাসন। এরপর অস্থিরতা ছড়িয়ে পড়লে হানাহানি আর রক্তপাতে পরিণত হয় লিবিয়া।

বর্তমানে লিবিয়ার রাজধানী ত্রিপোলীর দখলে রয়েছে জাতিসংঘ সমর্থিত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড-এর হাতে। তবে তাদের হঠাতে প্রায় সময় সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে দেশটির পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী জেনারেল হাফতার-এর বাহিনী। উভয়পক্ষের সংঘাতে বহু মানুষ হতাহত হচ্ছেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: