শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানবিরোধী সমস্ত গুজব প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

 প্রকাশিত: ১২:৩২, ১৭ জুলাই ২০২০

ইরানবিরোধী সমস্ত গুজব প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

চীন কিংবা অন্য কোনো দেশকে তেহরান এক বিঘত পরিমাণ জমিও দেবে না বলে জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ইরান ও চীনের মধ্যে যে ২৫ বছর মেয়াদী কৌশলগত চুক্তি হতে যাচ্ছে সে ব্যাপারে নানা গুজবের জবাবে জাওয়াদ জারিফ এ বক্তব্য দিলেন।

জাওয়াদ জারিফ জানান, চীনের সঙ্গে চুক্তি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে তবে সরকারের কাছ থেকে চুক্তির বিষয়ে চীনের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি পেয়েছেন।

বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নাকচ করে জাওয়াদ জারিফ বলেন, পারস্য উপসাগরের কিশ দ্বীপ বা অন্য কয়েকটি দ্বীপ এ চুক্তির আওতায় চীনের কাছে হস্তান্তর করা হবে বলে যে সমস্ত কথা বার্তা ছড়ানো হচ্ছে তা সত্য নয়। তিনি জোর দিয়ে বলেন, এসব গুজবের বিন্দু-বিসর্গও অংশও সত্য নয়। তিনি এ সমস্ত গুজব এবং ইরানবিরোধী রিপোর্ট প্রত্যাখ্যান করেন।

জারিফ বলেন, আমরা এক বর্গ কিলোমিটার জমিও চীন কিংবা অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করিনি অথবা ইরানের এক বিঘত ভূমি থেকেও কোনো দেশ বিশেষ সুবিধা নিতে পারবে না।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: