শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে

 প্রকাশিত: ১০:৩৪, ২৫ জানুয়ারি ২০২১

চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের কয়েকটি যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। সুখোই-৩০ মডেলের এসব যুদ্ধবিমানের উপস্থিতি টের পেয়ে তাইওয়ানও যুদ্ধবিমান উড়িয়েছে। তাইওয়ানের এই পদক্ষেপের পর চীনা বিমানগুলো সরে যেতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে। খবর পার্সটুডের।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে একটি মার্কিন বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে। চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড বলে মনে করে। এ কারণে তাইওয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতাকে হুমকি হিসেবে দেখছে বেইজিং। চীন বলেছে, তারা কোনোভাবেই তাইওয়ানের স্বাধীনতা মেনে নেবে না।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: