শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আসামের তেলকূপে আগুন জ্বলছে

 প্রকাশিত: ২১:০৯, ১০ জুন ২০২০

আসামের তেলকূপে আগুন জ্বলছে

আসামের বাঘজানে অয়েল ইন্ডিয়া লিমিটেডের তেলকূপে আগুন লাগার ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ আগুন নেভাতে আরো ৪ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এ ঘটনায় এখনো আরো একজন দমকলকর্মী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, গত ১৪ দিন ধরে প্রাকৃতিক গ্যাস লিক করছিল আসামের এই তেলকূপ থেকে। মঙ্গলবার দুপুরে সেখানে বিধ্বংসী আগুন লাগে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবিলম্বে এই আগুনকে নিয়ন্ত্রণে না নেয়া গেলে আশেপাশের অঞ্চলে এটি ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে।

এ ঘটনার কারণে চাষের জমিতে বিষাক্ত গ্যাস ঢুকে ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশে থাকা চা বাগানগুলোরও।

উল্লেখ্য, গুয়াহাটি থেকে ৪৫০ কিমি দূরে তিনসুকিয়া জেলার বাঘজান গ্রামে‌ অয়েল ইন্ডিয়া লিমিটেডের এই তেলকূপটি অবস্থিত। ওই তেলকূপের কাছাকাছি বসবাসকারী অন্তত ৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩০ হাজার টাকা দেয়ার কথা ঘোষণা করেছে ওআইএল। ২ সপ্তাহ আগে থেকেই ঘটনাস্থলে এনডিআরএফের সেনারা রয়েছেন। বর্তমানে তারা ওই এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছেন।


 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: