শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তান তেল-গ্যাসের নতুন একটি খনির সন্ধান পেয়েছে

 প্রকাশিত: ১৭:৫৩, ১৬ জুলাই ২০২০

পাকিস্তান তেল-গ্যাসের নতুন একটি খনির সন্ধান পেয়েছে

খাইবার পাখতুনখোয়া প্রদেশে তেল এবং গ্যাসের নতুন একটি খনি পেয়েছে পাকিস্তান। এই খনিতে থাকা তেল ও গ্যাসে পাকিস্তানের প্রতিদিনের চাহিদা খুব অল্প পূরণ হবে বলে জানা গেছে। এদিকে নতুন তেল ও গ্যাস খনির সন্ধান পাওয়ায় পাকিস্তানে তেল ও গ্যাসের দাম বাড়তে শুরু করেছে।
 

এর মধ্যে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম ১৫.০৮ রুপি বা শতকরা ৪.০৭ ভাগ বেড়ে গেছে। নিজস্ব জ্বালানি চাহিদা পূরণে বেশি মাত্রায় আমদানির ওপর নির্ভরশীল দেশটি।

প্রতিদিন ৭০০ কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হয় পাকিস্তানে। দেশটিতে ৪০০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হয়। বাকি চাহিদা পূরণ হয় আমদানির মাধ্যমে। সে ক্ষেত্রে কলকারখানাগুলোকে লোডশেডিংয়ে থাকতে হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: