শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতের ৭৬ শতাংশ মানুষের পুষ্টিকর খাবার জোটে না

 প্রকাশিত: ১৫:০৮, ১৯ অক্টোবর ২০২০

ভারতের ৭৬ শতাংশ মানুষের পুষ্টিকর খাবার জোটে না

এ বার সামনে এলো আরও ভয়ঙ্কর তথ্য। বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তানের চেয়েও পিছিয়ে রয়েছে ভারত। এমনকি শ্রীলংকা, নেপালেরও পেছনে রয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটি।

‘ফুড পলিসি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রের তথ্য অনুযায়ী, ভারতে গ্রামাঞ্চলে বসবাসকারী ৭৬ শতাংশ মানুষেরই পুষ্টিকর খাবার জোটে না।

শুধু তাই নয়, গ্রামের মানুষ যদি তাদের আয়ের পুরোটাই খাবারের জন্য খরচ করেন, তা হলেও প্রতি তিন জনের মধ্যে দুজন সবচেয়ে সস্তার পুষ্টিকর খাবার কিনতে পারে না।

৬ বছরের শাসনে ভারতের মানুষের খাদ্য নিরাপত্তা কতটা বেড়েছে, তা নিয়ে মাঝেমধ্যেই বক্তৃতা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তথ্য-পরিসংখ্যান দেখাচ্ছে, গত ৬ বছরে এই ক্ষেত্রে দেশটি ক্রমশই পিছিয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: