শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে গ্রেফতার

 প্রকাশিত: ০৪:৩৮, ১১ মে ২০২০

ভারতে মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে গ্রেফতার

মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে গ্রেফতার এক বেকারির মালিক। ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাই প্রদেশে। বেকারির মালিক সোশ্যাল মিডিয়ায় দোকানের বিজ্ঞাপন দেওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তের বিরুদ্ধে।

চেন্নাইয়ের টি নগরের পার্থসারথি পুরমে অনলাইনেই বেকারির ব্যবসা করেন এক জৈন সম্প্রদায়ের ব্যক্তি। লকডাউনের জেরে বেশিরভাগ দোকান বন্ধ থাকায় তিনি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসার পসার বৃদ্ধির চেষ্টা করেন।

তাই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতে গিয়ে বিজ্ঞাপণে মুসলিম বিদ্বেষী বক্তব্য লেখায় সকলের রোষাণলের শিকার হন।

বিপণীর মালিক লেখেন, “জৈনদের দিয়ে বানানো হয়, এখানে কোনো মুসলিম কর্মীরা কাজ করেন না।” বিপণি মালিকের এই বিজ্ঞাপন দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফলে বেকারি মালিকের বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়।

প্রশ্ন ওঠে, লকডাউনের আবহে ভারতে জাতি-ধর্ম-বর্ণের উর্ধ্বে গিয়ে সকলকে এক হয়ে কাজ করার পরামর্শ দেয়া হচ্ছে সেখানে কী করে একজন বেকারি মালিক শুধুমাত্র নিজের ব্যবসার বৃদ্ধিতে মুসলিম বিরোধী বিজ্ঞাপন দিতে পারেন?

স্থানীয় থানায় অভিযুক্তের বিরুদ্ধে জাতি বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে সহিংসতা ছড়ানোর অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

গত মাসেই চেন্নাইয়ের মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের ১০০ প্রাক্তন আমলা চিঠি লেখেন। তারা অনুরোধ করেন করোনা আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর অত্যাচার বন্ধ করতে। মানুষের মন থেকে ‘মুসলিমরাই করোনা সংক্রমণের উৎস’ এই ধারণা দূর করা প্রয়োজন বলে জানান। কারণ কোনো রোগ সংক্রমণের পূর্বে কোনো মানুষের জাত বা ধর্ম দেখে না। সেখানে সকলেই এক।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: