শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যমুনার ভাঙনে দিশেহারা শাহজাদপুরবাসী

 প্রকাশিত: ০৯:৪৬, ১৫ জুন ২০২১

যমুনার ভাঙনে দিশেহারা শাহজাদপুরবাসী

যমুনার ভাঙনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাঁচটি ইউপির কয়েকশ ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। গত দুই সপ্তাহ ধরে চলমান এই ভাঙনের ঝুঁকিতে আছে আরো অনেক ফসলি জমি ও বসতবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
ভাঙনকবলিত এলাকাগুলোতে বালির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। বাসিন্দারা জানান, প্রায় এক দশক আগে যমুনার ভাঙনের কবলে পড়ে অনেকেই বাস্তুহারা হন। এরপর কৈজুরি ইউপির বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাছে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস শুরু করেন তারা।

চলতি বছর আবার যমুনা ভয়াল রূপ ধারণ করেছে। গিলে খাচ্ছে বসতবাড়ি, আবাদি জমিসহ নদীর পাড়ের সব স্থাপনা। যে ভাঙন এর মধ্যে পৌঁছে গেছে শওকত আলীর ঘরের দোরগোড়ায়।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন শরিফের মোড় এলাকায় আশ্রয় গড়ে তোলা কয়েক শ মানুষ যমুনার ভয়াল ভাঙনে নতুন করে আশ্রয়হীন হয়ে পড়ার আশঙ্কার মধ্যে পড়েছেন। আগাম সতর্কতা হিসেবে অনেকেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর তৈরি করা ঘর সরিয়ে নিচ্ছেন। তবে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তার অন্য ঘরটিও যে কোনো মুহূর্তে চলে যেতে পারে যমুনার গর্ভে। শেষ আশ্রয়টি হারিয়ে গেলে নতুন কোনো ঘর তোলার সামর্থ্য নেই বলে তারা জানান।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: