শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেড়েছে বিমানবন্দর কেন্দ্রিক ছিনতাই-ডাকাতি

 প্রকাশিত: ০৮:৫৯, ১৮ অক্টোবর ২০২১

বেড়েছে বিমানবন্দর কেন্দ্রিক ছিনতাই-ডাকাতি

বহুদিন আগে থেকেই বিমানবন্দর কেন্দ্রীক সক্রিয় রয়েছে একাধিক ছিনতাইকারী ও ডাকাত দল। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এ ধরনের অপরাধীদের তৎপরতা বেড়ে গেছে অনেক। প্রবাসীরা দেশে ফেরার পর বিমানবন্দর এলাকায় নানা কায়দায় সব হারাচ্ছেন অপরাধীদের হাতে জিম্মি হয়ে। এদের টার্গেট থেকে বাদ পড়ছেন না বিদেশী নাগরিকরাও। গাড়ির জন্য অপেক্ষায় থাকা বিদেশ ফেরতদের টার্গেট করে অস্ত্রের মুখে জিম্মি করে কিংবা সখ্যতা গড়ে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করে নেয় চক্রের সদস্যরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রীক সংঘঠিত ডাকাতির ঘটনার তদন্তের ধারাবাহিকতায় এ চক্রর তিন সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা বিভাগ। গ্রেফতার তিনজন হলো-মো. মাসুদুল হক ওরফে আপেল, মো. আমির হোসেন হাওলাদার ও মো. শামীম।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: