শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তুরস্ক লিবিয়ায় সন্ত্রাসী পাঠাচ্ছে বলে অভিযোগ করেছে মিশর

 প্রকাশিত: ১১:৪৯, ১৪ জুলাই ২০২০

তুরস্ক লিবিয়ায় সন্ত্রাসী পাঠাচ্ছে বলে অভিযোগ করেছে মিশর

তুরস্ক সংঘর্ষ কবলিত লিবিয়ায় দলে দলে সন্ত্রাসী পাঠাচ্ছে বলে অভিযোগ করেছে মিশর। জাতিসংঘে নিযুক্ত মিশরের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ ইদ্রিস এ অভিযোগ করেছেন বলে জানিয়েছে। মোহাম্মাদ ইদ্রিস তুরস্কের প্রতি ইঙ্গিত করে বলেন, কোনো কোনো দেশকে এখন লিবিয়ায় সন্ত্রাসী পাঠানোর কাজ বন্ধ করতে হবে। সন্ত্রাসীদের এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যাদের অভ্যাসে পরিণত হয়েছে তাদেরকে এই অভ্যাস ত্যাগ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

লিবিয়া সংকটে জড়িত দেশগুলো সাম্প্রতিক সময়ে অভিযোগ করে আসছে যে, তুরস্ক সিরিয়া থেকে আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদেরকে লিবিয়ায় স্থানান্তর করছে; যদিও আঙ্কারা এ অভিযোগ অস্বীকার করে আসছে।

২০১৪ সাল থেকে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দু'টি গ্রুপ অপরকে উৎখাত করার জন্য সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে। এক পক্ষে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার জাতীয় সরকার আর অন্য পক্ষে রয়েছে পূর্বাঞ্চলীয় তবরুক শহরভিত্তিক জেনারেল খলিফা হাফতারের বাহিনী।

সংযুক্ত আরব আমিরাত, মিশর, রাশিয়া, জর্দান থেকে সহযোগিতা পাচ্ছেন খলিফা হাফতার। অন্যদিকে, ত্রিপোলিভিত্তিক সরকারের পেছনে রয়েছে তুরস্ক। দুই পক্ষেরই বিদেশী সমর্থকদের বিরুদ্ধে উন্নতমানের অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: