শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনার সূচনা কাল থেকে অদ্যাবধি সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত এপ্রিলে

 প্রকাশিত: ১১:০৫, ২ মে ২০২১

করোনার সূচনা কাল থেকে অদ্যাবধি সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত এপ্রিলে

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর চলতি বছরের এপ্রিল মাসে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে মোট এক লাখ ৪৭ হাজার ৮৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৪০৪ জন। অর্থাৎ গত মাসে গড়ে প্রতিদিন ৮০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত বছরের জুলাইয়ে এক মাসে সর্বোচ্চ এক হাজার ২৬৪ জনের মৃত্যু হয়েছিল এবং ওই মাসে শনাক্তের সংখ্যা ছিল ৯৮ হাজার ৩৩০ জন, যা গত বছরের জুলাই মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। 

সর্বশেষ গত শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য উঠে এসেছে। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: