শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বিলম্ব ফি ছাড়াই এসএসসি ফরম পূরণের সময় বাড়ানোর ঘোষণা

 প্রকাশিত: ১৫:২৭, ৮ এপ্রিল ২০২১

বিলম্ব ফি ছাড়াই এসএসসি ফরম পূরণের সময় বাড়ানোর ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এসএসসির ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ কারণে ফরম পূরণের সময় বাড়ানোর কথা জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

আদেশে বলা হয়, কোভিড-১৯ বিস্তারের কারণে এসএসসি পরীক্ষা-২০২১ এর বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় বাড়িয়ে নতুন সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে। এসএসসি পরীক্ষা-২০২১ এর ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করার কোনো সুযোগ নেই। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে নির্বাচনী পরীক্ষা ছাড়াই ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ অনলাইনে শুরু হয়েছে। গতকাল এই ফরম পূরণের নির্ধারিত সময়ের শেষ দিন ছিল। আর ৮ এপ্রিল পর্যন্ত টাকা জমা দেয়ার শেষ দিন ছিল। তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে আবেদন করে ফি জমা দেয়ার শেষ দিন ছিল ১৫ এপ্রিল।

এসএসসি পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত সময় শেষ না হতেই ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সরকার নানা বিধিনিষেধ আরোপ করে। গত সোম থেকে বুধবার পর্যন্ত শিক্ষার্থীরা অনেকেই ফরম পূরণ করতে পারেনি। এ কারণে বিধিনিষেধ শেষ হলে সময় বাড়িয়ে দেয়া হবে বলে জানা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: