শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বস্তির বৃষ্টিতে নগরবাসীর অস্বস্তি

 প্রকাশিত: ০৯:১২, ১ জুন ২০২১

স্বস্তির বৃষ্টিতে নগরবাসীর অস্বস্তি

মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে করে অনেক এলাকা হাঁটু পানি জমে গেছে। অফিসগামী মানুষসহ নগরবাসীকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে।

সোমবার দিনগত মধ্যরাতে বৃষ্টি হলেও থেমে গিয়ে আবার সকাল সাড়ে ৬টার দিকে শুরু হয়। এরপর টানা বৃষ্টিতে অফিসগামী যাত্রীদের যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে তেমনি রাজধানীর অনেক অলিগলিতে ও রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পাশাপাশি হালকা বাতাস বইছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারেও বয়ে যেতে পারে। ঢাকার বাতসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: