শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভবন ধসে নিহত ৪, নিখোঁজ ১৫৯

 প্রকাশিত: ১৮:৫০, ২৬ জুন ২০২১

যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভবন ধসে নিহত ৪, নিখোঁজ ১৫৯

যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি ১২ তলা ভবন ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ভবনটি ধসে পড়ার পর থেকে এখন পর্যন্ত ১৫৯ জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির পার্শ্ববর্তী সার্ফসাইড এলাকায়  ১২ তলা একটি ভবন ধসে পড়ে।

খবরে বলা হয়, ঠিক কতজন এখনো আটকা রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ধসের সময় ঠিক কতজন ভবনে উপস্থিত ছিল, তা জানা যায়নি।

নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারে দিনরাত কাজ করে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। ধ্বংসস্তূপের নিচে মানুষের বেঁচে থাকার বিষয়টি টের পাচ্ছেন তারা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে অপেক্ষা করছেন অনেক পরিবার।

সার্ফসাইডের অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধার কাজে প্রশিক্ষিত কুকুর ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। তারা ভবনটির ভূগর্ভস্থ একটি কার পার্কিংয়ের জায়গা থেকে টানেল তৈরির চেষ্টা করে আহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন।

এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ফলে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এখন ওই অঙ্গরাজ্যের জরুরি সংস্থাকে ত্রাণ কার্যক্রমে সাহায্য করবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: