মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, চৈত্র ৫ ১৪৩০, ০৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

হংকং মেরিনাতে আগুন লেগে কমপক্ষে ১০টি কেবিন ক্রুজার ডুবে গেছে

 প্রকাশিত: ২০:২৭, ২৭ জুন ২০২১

হংকং মেরিনাতে আগুন লেগে কমপক্ষে ১০টি কেবিন ক্রুজার ডুবে গেছে

হংকং উপকূলের একটি মেরিনাতে আগুন লেগে এক লাইনে পাশাপাশি নোঙর করে থাকা অনেকগুলো কেবিন ক্রুজার পুড়ে গেছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কমপক্ষে ১০টি কেবিন ক্রুজার ডুবে গেছে। রোববার ভোররাতে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

আগুন লাইন ধরে পাশাপাশি থাকা এক জলযান থেকে অপর জলযানে ছড়িয়ে পড়ার সময় জ্বালানি ট্যাংকগুলোতে আগুন ধরে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, জ্বালানি ট্যাংকগুলো বিস্ফোরিত হতে থাকে আর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে ও চারদিন ছেয়ে যায়। এতে মেরিনা ও নিকটবর্তী টাওয়ার ব্লক ধোঁয়ায় ঢেকে যায়।

হংকংয়ের কর্তৃপক্ষগুলো জানিয়েছে, ডুবে যাওয়া কেবিন ক্রুজারগুলোসহ অন্তত ১৬টি জলযান পুড়ে গেছে কিন্তু কারও মৃত্যু বা গুরুতর আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

নগরীটির আবারডিন এলাকার ওই পোতাশ্রয়টিতে স্থানীয় সময় ভোররাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীদের ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জলযানগুলো থেকে প্রায় ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: