শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়া কাহালুর গ্রামে চোর সন্দেহে যুবকের পায়ে পেরেক পুঁতে নির্যাতন

 প্রকাশিত: ২২:২০, ১৮ জুন ২০২১

বগুড়া কাহালুর গ্রামে চোর সন্দেহে যুবকের পায়ে পেরেক পুঁতে নির্যাতন

বগুড়ার কাহালুর অঘোর মালঞ্চা গ্রামে চোর সন্দেহে আতাউর রহমান শিরু (২৪) নামে এক যুবককে ধরে নিয়ে মারপিটের পর পায়ে পেরেক পুঁতে নির্যাতনের ঘটনা ঘটেছে।

এই  ঘটনার জেরে  মামলায় পুলিশ আছিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে।আজ  শুক্রবার সকালে তাকে উপজেলার পাল্লাপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

বগুড়ার কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, গত বৃহস্পতিবার ভোরে ওই নির্যাতনের ঘটনায় রাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়। গ্রেফতার আছিয়া বেগমকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। অপর চার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আবার এদিকে চোর সন্দেহে শিরুকে বাড়ি থেকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। তিন মিনিট ছয় সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায়- শার্ট পরিহিত এক ব্যক্তি হাত-পা বাঁধা শিরুকে নির্যাতন করছে। আশপাশে লোকজন তা প্রত্যক্ষ করছেন। এ মধ্যযুগীয় বর্বরতার দৃশ্য দেখে জনগণের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। সমালোচনার ঝড় বইতে থাকে।

১৭ জুন রাতে শিরুর বাবা মজনু সোনার কাহালু থানায়- জনি মিয়া, তার স্ত্রী আছিয়া বেগম, আছিয়ার বোন সেলিনা বেগম, মা ও ভাতিজা আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান জানান, আজ শুক্রবার সকালে কাহালুর পাল্লাপাড়া গ্রামের একটি বাড়ি থেকে ২ নম্বর আসামি আছিয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বগুড়ার ওসি আমবার হোসেন জানান, শিরু চুরি করলে তাকে পুলিশে সোপর্দ করতে পারত। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। নির্যাতনকারী সবাইকে আইনের আওতায় আনা হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: