শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত,আহত ২

 প্রকাশিত: ১১:৪২, ৩০ মে ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত,আহত ২

নোয়াখালী ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন সিএনজি যাত্রী।গত শনিবার রাতে উপজেলার জমিদার হাট বাজারের নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক মো: রাসেল (২৪) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ফজল হকের ছেলে।

 এখন  পর্যন্ত আহত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এই  দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক এলাকাবাসী আটক করলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ দুটি যানবাহন তাদের হেফাজতে নেয়। তবে ট্রাকচালক পালিয়ে যায়।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) মো: রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী থেকে একটি সিএনজি পার্শ্ববর্তী দাগনভূঞা উপজেলার উদ্দেশে রওনা দেয়। সিএনজিটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদার হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিচালক নিহত হন। এ ঘটনায় আহত আরো দু’জনকে উদ্ধার করে ফেনীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

এএসআই রবিউল আরো বলেন, একটি চাকা ব্লাস্ট হলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। এ সময় সিএনজি সাথে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: