শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আইএলও পরিচালনা পর্ষদের উপ-সদস্য পদে বাংলাদেশ পুনঃনির্বাচিত

 প্রকাশিত: ০৯:২৭, ১৫ জুন ২০২১

আইএলও পরিচালনা পর্ষদের উপ-সদস্য পদে বাংলাদেশ পুনঃনির্বাচিত

বাংলাদেশ ২০২১-২০২৪ মেয়াদে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর পরিচালনা পর্ষদের উপ-সদস্য পুনঃনির্বাচিত হয়েছে।
সোমবার সুইজারল্যান্ডের জেনেভাতে আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ১০৯তম অধিবেশন চলাকালে এ ভার্চুয়াল নির্বাচন হয়। 

জেনেভাস্থ্ বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ আইএলও-এর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে সর্বোচ্চ ২১০টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। প্রার্থিতা ঘোষণার পর থেকেই জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন বাংলাদেশের প্রার্থিতার পক্ষে অন্যান্য আইএলও সদস্য রাষ্ট্রের সমর্থন পেতে জোর নির্বাচনী প্রচারণা চালায়।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে ও জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ প্রতিনিধিদল এ ভার্চুয়াল নির্বাচন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: