শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের সমর্থন করা অপরাধের দৃষ্টিতে দেখছে ইউরোপ

 প্রকাশিত: ২২:১১, ১৫ মে ২০২১

ফিলিস্তিনিদের সমর্থন করা অপরাধের দৃষ্টিতে দেখছে ইউরোপ

গত সোমবার থেকে ফিলিস্তিনে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের এই রকম ন্যাক্কারজনক আগ্রাসন নিয়ে যখন দেশে দেশে প্রতিবাদ দেখা যাচ্ছে, তখনও উল্টো পথে ইউরোপ। 

ফিলিস্তিনের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সমর্থন করাকে যেন অপরাধের দৃষ্টিতে দেখছে তারা। মহাদেশটিতে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ আটকে দেয়া হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে ফিলিস্তিনপন্থী ব্যানার-পোস্টার। কেউ ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুললেই পড়তে হচ্ছে ইসরায়েলপ্রেমীদের তোপের মুখে।

এর মধ্যে ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলের বিরুদ্ধে যেকোন বিক্ষোভের ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে। ফিলিস্তিনিদের পক্ষে রাজধানী প্যারিসে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করতে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ফ্রান্সের সরকার।

এক্ষেত্রে ফরাসিদের তুলনায় অনেকটা মারমুখী ছিল গ্রিক পুলিশ। তারা এথেন্সে ইসরায়েলি দূতাবাসের সামনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ছুড়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: