শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ফিলিস্তিনি গভর্নরকে ইসরাইলি বাহিনী আবারো আটক করেছে

 প্রকাশিত: ১৮:৫৩, ২০ জুলাই ২০২০

ফিলিস্তিনি গভর্নরকে ইসরাইলি বাহিনী আবারো আটক করেছে

ইসরায়েলের দখলদার সেনাবাহিনী ফিলিস্তিনের আল কুদস শহরের গভর্নর আদনান গেইতকে আবারো আটক করেছে। তবে তাকে কী কারণে আটক করা হয়েছে তা জানায়নি ইসরাইলি বাহিনী।

স্থানীয় সময় রবিবার সকালে আদনান গেইতের বাড়িতে অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। এ সময় তাকে আটক করা হয়। উল্লেখ্য, আদনান গেইত আল কুদস শহরের গভর্নর হিসেবে ২০১৮ সালে দায়িত্ব নিয়েছেন। তার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি সেনারা তাকে ১৭ বার আটক করেছে।

খবরে বলা হয়েছে, আদনান গেইতকে কেন আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ইসরায়েলি বাহিনী এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আদনান গেইতকে মাস্ক পরা অবস্থায় পুলিশি এস্কর্ট দিয়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েল অধিকৃত আল কুদস শহরে ফিলিস্তিন কর্তৃপক্ষের তৎপরতা দেখাশুনা করেন আদনান গেইত।
 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: