শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় সিডনির মধ্যাঞ্চলীয় চারটি এলাকায় ফের লকডাউনের ঘোষণা

 প্রকাশিত: ১৯:৫৭, ২৬ জুন ২০২১

অস্ট্রেলিয়ায় সিডনির মধ্যাঞ্চলীয় চারটি এলাকায় ফের লকডাউনের ঘোষণা

অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণের বেড়ে যাওয়ায় সিডনির মধ্যাঞ্চলীয় চারটি এলাকায় ফের লকডাউনের ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। কোভিড-১৯ রোগের ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় শুক্রবার এমন নির্দেশ দেওয়া হয়।

দেশটিতে চলতি সপ্তাহে বেশ কয়েকজন করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গুচ্ছ আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়ানোর পর শুক্রবার মধ্যরাত থেকে লকডাউনের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, করোনা সংক্রামক  রোধে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দেশগুলির মধ্যে রয়েছে। সেখানে এখন পর্যন্ত মাত্র ৩০ হাজার আক্রান্ত ও ৯১০ জনের মৃত্যু হয়েছে। কারণ সংক্রমণের শুরু থেকেই হোটেলে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশিকা জারি থাকায় ওই হোটেলগুলির মধ্যেই সংক্রমণ সীমাবদ্ধ ছিল এতদিন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: