শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

৫০ ভুয়া পাইলটের লাইসেন্স বাতিল করল পাকিস্তান

 প্রকাশিত: ১৮:৫৬, ২১ ডিসেম্বর ২০২০

৫০ ভুয়া পাইলটের লাইসেন্স বাতিল করল পাকিস্তান

ভুয়া লাইসেন্সধারী ৫০ জন পাইলটের লাইসেন্স বাতিল করেছে পাকিস্তান। সম্প্রতি দেশটির পাইলটদের নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হওয়ার পর পাকিস্তানি কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিলো।

বিতর্কটা শুরু হয়েছিল গত মে মাস থেকেই। করাচিতে ভয়ঙ্কর এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৯৭ জন মানুষ। সেই সময়ই অভিযোগ ওঠে পাকিস্তানের পাইলটদের যোগ্যতা নিয়ে।

দেশটির বিমানমন্ত্রীই সন্দেহ প্রকাশ করেন, বহু পাইলটই ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালাচ্ছেন। অবশেষে সেই সন্দেহই সত্যি হল। ৫০ জন পাইলটের লাইসেন্স বাতিল করলো পাকিস্তান সরকার।

কেবল লাইসেন্স বাতিল নয়, ওই পাইলটরা কিভাবে জাল সার্টিফিকেট পেলেন তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে। পাকিস্তানের বিমান মন্ত্রণালয় ইসলামাবাদ হাই কোর্টকে এ কথা জানিয়েছে।

আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থার কথা মেনে দেশের ৮৬০ জন পাইলটের লাইসেন্স খতিয়ে দেখে তার মধ্যে থেকে ৫০টিকে বাতিল করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: