শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নেপালের সংশোধিত মানচিত্র জাতিসংঘ ও গুগলের কাছে পাঠানোর সিদ্ধান্ত

 প্রকাশিত: ১৭:৫৪, ২ আগস্ট ২০২০

নেপালের সংশোধিত মানচিত্র জাতিসংঘ ও গুগলের কাছে পাঠানোর সিদ্ধান্ত

যে সংশোধিত মানচিত্র নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে, সেই মানচিত্র ভারতকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল। নেপালের ল্যান্ড ম্যানেজমেন্ট মন্ত্রী শনিবার জানান, মধ্য আগস্টের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই মানচিত্র পাঠানো হবে। সেইসঙ্গে তিনি এই সংশোধিত মানচিত্র ভারতেও পাঠানোর কথা জানান।

ভারত নিজেদের বলে দাবি করছে, এমন বিতর্কিত ভূখণ্ড কালাপানি, লিপুলেখ ও লিমপিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে বিল পাশ করে নেপাল। এর পর থেকে দেশ দুইটির মধ্যে সম্পর্ক তলানীতে ঠেকেছে। এরই মধ্যে নেপাল নতুন এই উদ্যোগ নিল।

ইতোমধ্যে নতুন ওই মানচিত্র নেপাল ইংরেজিতে প্রকাশ করেছে। এই মানচিত্রই পাঠানো হচ্ছে জাতিসংঘ ও গুগলের কাছে। যেন ইন্টারনেট ও বিশ্ব মানচিত্রে নেপালের ওই নতুন মানচিত্র সবাই হাতে পান।

এছাড়া জানা যায়, নেপাল সরকার ইতোমধ্যে এই সংশোধিত মানচিত্রের ২৫ হাজার কপি ছাপিয়ে স্থানীয় ইউনিট, প্রাদেশিক বিভিন্ন সংস্থা ও অন্যান্য দফতরে পাঠিয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: