শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানের স্বাস্থ্যমন্ত্রী :টিকা উৎপাদনে ১ বছরে, ২০ বছর এগিয়েছি

 প্রকাশিত: ০৮:৩৩, ২৭ জুন ২০২১

ইরানের স্বাস্থ্যমন্ত্রী :টিকা উৎপাদনে ১ বছরে, ২০ বছর এগিয়েছি

 ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেন, এতদিন টিকা তৈরির দিক দিয়ে তার দেশ ৪০ বছর পিছিয়ে ছিল; তবে গত এক বছরের এই দিক দিয়ে ২০ বছরের সমান অগ্রসর হয়েছে ইরান।
 
স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি গত শনিবার আল-বোর্জে করোনাভাইরাসের ‘স্পুৎনিক-ভি’ টিকার মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে এ কথা জানান। প্রতি সপ্তাহে ইরানে স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক কোনো না কোনো নতুন প্রকল্প উদ্বোধন করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আজ ইরানে যে টিকা উৎপাদিত হচ্ছে তা সম্পূর্ণ নিজস্ব গবেষকদের নিরলস প্রচেষ্টার ফসল।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী আরো  বলেন, বিশ্বের হাতেগোনা যে কয়েকটি দেশ করোনাভাইরাসের টিকা উৎপাদন করছে ইরান সেগুলোর অন্যতম।

সাঈদ নামাকি এও  বলেন, করোনা মোকাবিলার যত ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিশেষ করে ভেন্টিলেটর উৎপাদনের দিক দিয়ে গত এক বছরে ইরানে বিশাল বিপ্লব হয়ে গেছে এবং আমরা এখন এসব সামগ্রী রফতানি করছি। এরপরও যেখানে যতটুকু ঘাটতি আছে তা আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞার ফল। মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে ঘোষণা করেন, তিনি ইরানে ওষুধ ও টিকা পাঠাতে বাধা দেবেন না। তার এ বক্তব্য প্রমাণ করে, এতদিন ধরে আমেরিকা এসব মানবিক সামগ্রী পাঠাতেও বাধা দিত।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: