শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মার্কিন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

 প্রকাশিত: ২২:৪৩, ১৪ জুলাই ২০২০

মার্কিন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ –এর কাছে গোপন তথ্য বিক্রির দায়ে ফাঁসিতে ঝুলিয়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার দেশটির বিচার বিভাগের মুখপাত্র সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস বিভাগে কাজ করতেন। আট বছর আগে তিনি অবসরে যান। অবসরে যাওয়ার পর থেকেই তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষে কাজ করতে শুরু করেন। ইরানের ক্ষেপণাস্ত্র তৈরি সংক্রান্ত যেসব তথ্য ছিল তা অর্থের বিনিময় সিআইএ’র কাছে বিক্রি করে দেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। গত সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তিনি আরো জানান, ইরানের কুদস ফোর্সের শহীদ জেনারেল কাসেম সোলাইমানির অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহকারী মুসাভি মাজদের মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। কারণ আদালতের পক্ষ থেকে আদেশ আসার পরও অনেক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তবে দ্রুত মুসাভি মাজদের মৃত্যুদণ্ডও কার্যকর করা হবে। তার নাম তালিকাভুক্ত হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: