শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের নিধন আন্তর্জাতিক আইনের পরিপন্থী: জাতিসংঘ

 প্রকাশিত: ০৯:৩৬, ৪ জুন ২০২১

ফিলিস্তিনিদের নিধন আন্তর্জাতিক আইনের পরিপন্থী: জাতিসংঘ

জাতিসংঘের প্রতিনিধিরা ইসরাইল দখলকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদের নিন্দা জানিয়েছেন। তারা ইসরাইলের এই কর্মকান্ডকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন। বুধবার শেখ জারাহ থেকে ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ বিষয়ক এজেন্সির (ইউএনআরডব্লিউএ) কমিশনার জেনারেল ফিলিপ্পে লাজজারিনি বলেন, দখলদার শক্তি হিসেবে ইসরাইলের এই জোরপূর্বক দখল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এসব ফিলিস্তিনি শরণার্থীরা দ্বিতীয়বারের মতো উচ্ছেদের মুখোমুখি হচ্ছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের প্রধান হিসেবে তাদের সহায়তা এবং রক্ষা করা আমাদের দায়িত্ব। ফিলিপ্পে লাজজারিনি জানান, আরেকটি মানসিক ট্রমা এবং ক্ষতি থেকে ফিলিস্তিনি শরণার্থীদের রক্ষা করাকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। আল-জাজিরার খবরে বলা হয়েছে, পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের বসতি শেখ জারাহতে প্রতিদিন বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ডজনের বেশি ফিলিস্তিনি পরিবার জোরপূর্বক উচ্ছেদের মুখে বসবাস করছেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: