বুধবার ০৮ মে ২০২৪, বৈশাখ ২৫ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা নয়,নবম-দশম শ্রেণিতে থাকছে না বিভাগ

 প্রকাশিত: ১৬:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২১

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা নয়,নবম-দশম শ্রেণিতে থাকছে না বিভাগ

নতুন শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো শ্রেণিতে পরীক্ষা থাকবে না। আর নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের মতো বিভাগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

ডা. দীপুমনি বলেন, শিক্ষার্থীদের বিভাগভিত্তিক আলাদা করা হবে না। ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রমের রূপরেখায় নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগ থাকবে না। সবাইকে একই বিষয় পড়তে হবে।

এর আগে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী বলেন, দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী একই বিষয়ের ওপর শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভিতকে মজবুত করবে। একাদশ শ্রেণি থেকে গ্রুপ বা বিভাগ ভিত্তিক লেখাপড়ার সুযোগ থাকবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: