শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

স্বাভাবিক হচ্ছে দিল্লির পরিস্থিতি

 প্রকাশিত: ১৬:০৩, ১৪ জুন ২০২১

স্বাভাবিক হচ্ছে দিল্লির পরিস্থিতি

করোনা সংক্রমণে ভুলন্ঠিত নয়াদিল্লীর জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। কোভিড পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় মূখ্যমন্ত্রী কেজরিওয়াল ১৪ জুন সোমবার থেকে অনেক ক্ষেত্রেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন। 

অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে প্রায় সকল কর্মকান্ডই সোমবার ভোর ৫টা থেকে পুনরায় শুরু হয়ে যাবে।

ঘোষণা অনুযায়ী নয়দিল্লীর রেস্টুরেন্টগুলো ৫০ শতাংশ বসার ব্যবস্থা রেখে পুনরায় খুলে দেয়া হচ্ছে। বাজার-শপিং মল রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান, সুইমিং পুল, রাজনৈতিক-ধর্মীয়-সামাজিক জমায়েতে নিষেধাজ্ঞা থাকছে। গত ১৯ এপ্রিল থেকে লকডাউনের কারনে বন্ধ থাকা স্যালুন, বিউটিপার্লারও পুনরায় খুলে যাচ্ছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের মার্কেট কমপ্লেক্স ও মল খোলা রাখা যাবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: