শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু

 প্রকাশিত: ১০:৪৭, ২৪ এপ্রিল ২০২১

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু

৩ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় থেকে অনলাইনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

ভর্তির ওয়েবসাইটে (www.admissionckruet.ac.bd) গিয়ে আগামী ৮ মে বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনকারীদের ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগে ৯০০ টাকা ফি দিয়ে প্রাথমিক আবেদন করতে হবে। আর ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগের ১ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

তিন বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ১২ জুন একযোগে অনুষ্ঠিত হবে। এরপর ৩০ জুন ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: