শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তাফতানে ইরানের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান

 প্রকাশিত: ২১:১২, ১৯ জুন ২০২০

তাফতানে ইরানের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান

তাফতানে ইরানের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান। ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, সপ্তাহের সাত দিনই এই সীমান্ত খোলা থাকবে। সেখানে শুধুমাত্র দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন চলবে।

করোনাভাইরাসের কারণে দেশব্যাপী বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করে পাকিস্তান। তারই আওতায় ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। এর ফলে প্রায় চার মাস এই দুই দেশের মধ্যে সীমান্ত দিয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিলো।

করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনেই ‌সীমান্ত দিয়ে ব্যবসা-বাণিজ্য চলবে বলে জানিয়েছে দুই দেশ। অর্থনীতিকে সচল রাখতে এই পদক্ষেপ গ্রহণ করেছে ইরান ও পাকিস্তান।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: