শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবির নতুন উদ্যোগ, দিবে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা

 প্রকাশিত: ১৬:৪৭, ২৩ এপ্রিল ২০২১

ঢাবির নতুন উদ্যোগ, দিবে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা

করোনাভাইরাস পরিস্থিতিতে মানসিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অসুস্থ শিক্ষার্থী ফোন করেই এই সেবা গ্রহণ করতে পারবেন।
শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বরং দেশের যেকোনো প্রান্তের যে কোনো ব্যক্তি এই সেবাটি গ্রহণ করতে পারবে বলে জানান বিভাগটি। 

নানামুখী চাপে যেনো শিক্ষার্থীরা নিজেদের শক্ত করে পরিস্থিতি মোকাবিলা করতে পারে সেই জন্যই এই পদক্ষেপ নিয়েছে মনোবিজ্ঞান বিভাগ। সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করবে বিভাগটি। 

সপ্তাহের ছুটির দিন ব্যাতীত বাকি পাঁচদিন (শুক্রবার ও শনিবার ব্যতীত) এই সেবা নিতে পারবে শিক্ষার্থীরা। মানসিকভাবে নিজেকে অসুস্থ মনে করলে চিকিৎসার জন্য প্রদত্ত নাম্বারে ফোন করে বা অনলাইন (ওয়াটস অ্যাপে) মাধ্যমে গ্রহণ করতে পারবে সেবা। সেবার জন্য সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে যোগাযোগ করে নিজেদের জন্য চিকিৎসা নিবে আগ্রহী শিক্ষার্থীরা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: