শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগস্টে

 প্রকাশিত: ১৮:৪১, ২৪ জুন ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

তিনি বলেন, মে মাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত থাকলেও কোভিড পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিট প্রধান ডিনরা এরইমধ্যে প্রস্তুতি নিচ্ছেন। বিভাগীয় শহরের নির্ধারিত বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সদয় সহযোগিতা প্রদান করেছেন।  

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, একইসঙ্গে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি ও আর্থিক সংশ্লেষণ বিষয়টির লাঘবে উদ্যোগ গ্রহণের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর’র সদয় পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণ করতে হয়েছে। সবকিছু বিবেচনায় বিকেন্দ্রীকরণ নীতিতে দেশের বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সাধারণ ভর্তি কমিটি সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা পছন্দমতো পরীক্ষাকেন্দ্রে স্বল্পশ্রমে ও সময়ে এবং সাশ্রয়ী খরচে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এতে অভিভাবকদের হয়রানিও কমবে। প্রথমবারের মতো ঢাকার বাইরে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন একটি যুগান্তকারী সিদ্ধান্ত। একটি বড় চ্যালেঞ্জও।

এ বিষয়ে জানতে চাইলে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু ৩১ জুলাই হওয়ার সিদ্ধান্ত রয়েছে। সেদিন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। কিন্তু বাকিসব পরীক্ষা যেমন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা যেহেতু আগস্টে অনুষ্ঠিত হবে তাই হয়তো উপাচার্য মহোদয় আগস্ট মাসকে ফোকাস করেছেন৷

এদিকে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ৮ মার্চ। বুধবার (৩১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট শেষ হয়েছে আবেদন গ্রহণ। 

যারা আবেদন করেছে তারাই কেবল ফি পরিশোধ করতে পারবে। ‘ক’-ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২৩ হাজারের একটু কম, ‘খ’-ইউনিটে ৪৮ হাজারের একটু বেশি, ‘গ’-ইউনিটে ২৭ হাজারের উপরে, ‘ঘ’-ইউনিটে ১ লাখ ২০ হাজারের কাছাকাছি এবং ‘চ’-ইউনিটে ২১ হাজারের মতো। 

আসন সংখ্যা:

চলতি সেশনে মোট ৭১৩৩ আসন রয়েছে। এর মধ্যে ‘ক’-ইউনিটে ১৮১০টি আসন থাকবে, যেখানে গত বছরে ‘এ’ ইউনিটে ১৭৯৫টি। আবহাওয়া বিজ্ঞান বিভাগের জন্য ১৫টি আসন বাড়ানোর ফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাবে অতিরিক্ত এ ১৫টি আসন। 

এছাড়া বাকি ইউনিটগুলোতে পূর্বের বছরের মতোই আসন বরাদ্দ থাকবে। অর্থাৎ ‘খ’-ইউনিটে ২৩৭৮টি, ‘গ’-ইউনিটে ১২৫০টি, ‘ঘ’-ইউনিটে ১৫৬০টি এবং ‘চ’-ইউনিটে ১৩৫টি আসন থাকবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: