শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিএসই’র লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো

 প্রকাশিত: ০৯:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২১

ডিএসই’র লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো

দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনে গত সপ্তাহে শীর্ষ স্থানে রয়েছে বেক্সিমকো। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে বেক্সিমকোর অবদান ছিল ৬ দশমিক ১৫ শতাংশ। সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহে বেক্সিমকোর ৫৯৬ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩৪ দশমিক ৪০ টাকায় বেচাকেনা হয়েছে। বেক্সিমকোর ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ৩ দশমিক ২৫ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটি লেনদেনের পরিমাণ ছিল ৩১৫ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৪৫ দশমিক ৬০ টাকায় বেচাকেনা হয়েছে। গত সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ২৪৬ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ২ দশমিক ৫৪ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৭৭ দশমিক ৬০ টাকায় বেচাকেনা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: